নকশিকাঁথা

নান্দনিক নকশা সম্পন্ন কাঁথাকে নকশিকাঁথা বলা হয়।কাঁথা হলো শীত নিবারণের জন্য ব্যবহৃত বস্ত্র বা শয্যাস্তরন।

প্রাচীন কালে শুধু মাত্র শীত নিবারণের জন্য কাঁথার ব্যবহার শুরু হলেও কালক্রমে কাঁথাতে শৈল্পিকতা ও নান্দনিকতা যুক্ত হওয়ার মাধ্যমে নকশিকাঁথার আলাদা আবেদন তৈরি হয়।

নকশিকাঁথার বৈশিষ্ট্যের ও ইহা তৈরীতে ব্যবহৃত উপাদান গুলোর কারণে ইহা বাঙালি ও বাংলাদেশের লোকশিল্পের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। যার পিছনে বাঙালি নারীদের বিশাল ভূমিকা রয়েছে।

1 thought on “নকশিকাঁথা”

  1. শীত, গ্রীষ্ম, বর্ষা সহ সবসময় সময়ে রয়েছে নকশিকাঁথার ব্যবহার। তাই বলা যায় নকশিকাাঁথা আমাদের নিত্যদিনের সঙ্গী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *