আমার করা নকশিকাঁথা

বিয়ের আগে আমি সাতটি নকশিকাঁথা সেলাই করেছিলাম,
বিয়ের পরে অনেক ইচ্ছে থাকলেও চাকুরী ও ঘরকন্যার কাজ সামলিয়ে আর নকশিকাঁথা নিয়ে বসা হয়নি। তবে আমার একটা ইচ্ছা ওর জন্য একটা নকশিকাঁথা সেলাই করার, এবং আমি এটা করবোই।
ইদানীং উইতে নিয়মিত নকশিকাঁথা নিয়ে পোস্ট গুলো পড়ে আমার সেই ইচ্ছেটা প্রবল ভাবে জেগে উঠেছে, ভাবতেছি এই মধ্যেই শুরু করবো।
হয়েছে কি বিয়ের পর বিভিন্ন সময়ে আমার শশুর পক্ষের নিকট আত্মীয়রা আমাদের বাড়ি এসে আমার করা নকশিকাঁথা গুলো দেখে খুবই প্রসংশা করে।

আমার করা নকশিকাঁথা গুলো আমার নিজের ভাবনা থেকে আকাঁ বিভিন্ন রকমের ফুল ও লতাপাতা মোটিফ এ সেলাই করা। বলতে পারেন সাধারণই। এই সাধারণ নকশিকাঁথা গুলো ওনাদের কাছে খুবই ভালো লেগেছিল। এবং এতো প্রসংশা করেছে যে সব গুলো উপহার হিসেবে দিয়ে দিয়েছি।
কিন্তু সেই সাতটি নকশিকাঁথার একটিও ওর ভাগে পড়েনি। তাই এইবার যে করেই হোক সময় বের করে ওর জন্য নকশিকাঁথা সেলাই করবো।

আমার এই নকশিকাঁথা সেলাইয়ের ঝোকটা চেপেছে একটি স্বরণীয় ঘটনা থেকে। আমাদের এস এস সি পরীক্ষার বিদায়ী অনুষ্ঠানে বান্ধবীরা সবাই শাড়ি পরে আসবে, তো আমি চাচি আম্মা কে বলা মাত্রই উনি তার একটা নকশি শাড়ি পরিয়ে দেন।
বান্ধবীর সবাই ঐদিন এতো প্রশংসা করেছে যে আমি
নকশির নকশার প্রেম পড়ে গেলাম। সেই থেকে শুরু।