নকশিকাঁথা সেলাইয়ের উপলক্ষ অনেক গুলো, তার মধ্যে অন্যতম হলো পরিবারের নতুন অতিথির আগমন।
সেই প্রাচীন কাল থেকেই এই রীতির প্রচলন হয়ে আসছে। এই কাঁথায় প্রতিটি ফোঁড়ে থাকে পরিবারের নতুন সদস্যের প্রতি শুভ কামনা, স্নেহ, ভালোবাসার পরশ। পরম মমতা নিয়ে তৈরী করা হয় এই কাঁথা গুলো। সাধারণত দাদু, নানু ও মাতৃ স্থানীয় নারীরা এই কাথাঁ গুলো সেলাই করে থাকে।
নবজাতকে এই কাঁথায় মুড়িয়ে কোলে নেওয়া হয়,
জানানো হয় পৃথিবীতে আগমন উপলক্ষে পারিবারিক শুভেচ্ছা।
ছবিতে মায়ের কোলে নকশিকাঁথার উষ্ণতায় জড়িয়ে আছে “কৃষন”।
আর উঁকি দিয়ে দেখছে মোবাইলে ফোন নামক এই যাদুরবাক্স।
